ইফতার দেরীতে করলে কী কোন সমস্যা হবে?

সাধারণত পোস্ট ইংরেজীতে করা হয়। তবে এটি গুরুত্বপূর্ণ বলে বাংলায় দেয়া হলঃ

প্রশ্নঃ যদি কোন সাধারণ/জরুরী ওজর বশতঃ অথবা ওজর ছাড়াই কেও ইফতার দেরীতে করে, অর্থাৎ মাগরিবের অনেক পরে/ইশার সময় করে তাহলে তার রোযায় কোন সমস্যা হবে কিনা????


উত্তরঃ জলদি ইফতার করা সুন্নাহ। ইমাম শাফিঈ এর মতে মুস্তাহাব। যতদিন আমার উম্মাহ জলদি ইফতার করবে ততদিন তারা গাইডেন্স এর উপর থাকবে - এই ধরণের একটা হাদিস আছে। ইমাম নববী এর ব্যখায় বলসেন উম্মাহ যতদিন এই সুন্নাহ ধরে রাখবে, ততদিন লাইনে থাকবে। স্কলররা বলেন, দেরিতে ইফতার করা ইহুদী, খ্রিষ্টান ও রাফেদিদের স্বভাব। আমরা অবশ্যই এর বিরোধিতা করবো। তাই বোঝাই যাচ্ছে, দেরী করে ইফতার করলে ইফতার আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নাহ তরক হবে, উম্মাহর দলালাতের কফিনে পেরেক ঠোকা হবে

উত্তর প্রদান করেছেনঃ শাইখ মুফতি ইউসুফ সুলতান দা বা এর ছাত্র নাযমুস সাকিব ভাই।

উত্তর সংগ্রহেঃ আবু সাঈদ ইবনে মুখতার ভাই।

তারিখঃ ১১ আগস্ট ২০১৫ ইং


Related Posts
Previous
« Prev Post