দাঁত মাজছেন নাকি নিজের ক্ষতি করছেন?

Originally posted on here

আমরা দাঁত মাজি কেন? দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি ও সুদৃশ্য রাখার জন্যই তো! কিন্তু এই দাঁত মাজার ক্ষেত্রে আপনি যদি এমন কিছু ব্যবহার করে থাকেন যা আপনার শরীরের জন্য স্থায়ীভাবে ক্ষতিকর তাহলে কেমন হবে? হা! আপনি তাই করছেন। নিয়মিত দাঁত মাজতে যে টুথপেস্ট ব্যবহার করছেন তা আপনাকে কিছু স্থায়ী ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আসুন দেখে নেই।
আমরা দাঁত মাজি কেন? দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি ও সুদৃশ্য রাখার জন্যই তো! কিন্তু এই দাঁত মাজার ক্ষেত্রে আপনি যদি এমন কিছু ব্যবহার করে থাকেন যা আপনার শরীরের জন্য স্থায়ীভাবে ক্ষতিকর তাহলে কেমন হবে? হা! আপনি তাই করছেন। নিয়মিত দাঁত মাজতে যে টুথপেস্ট ব্যবহার করছেন তা আপনাকে কিছু স্থায়ী ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আসুন দেখে নেই।



সাধারণ টুথপেস্ট ব্যবহারে চকচকে দাঁতের পাশাপাশি নিম্নোক্ত উপাদানের বিশেষ সুবিধা পাবেন। জেনে নিন। নিয়মিত তো পেয়েই যচ্ছেন নিজের অজান্তেই। আজ থেকে নাহয় জেনেই ব্যবহার করুন।

→ টুথপেস্টের পেস্টে মিশ্রিত রয়েছে ফ্লোরাইড যা কিনা দাঁতের এনামেল সুগঠিত করে। হা, কথাটি সত্য। এটি তাৎক্ষণিকভাবে দাঁতের জন্য উপকারী কিন্তু স্থায়ীভাবে আপনাকে একটি সমস্যার দিকে ঠেলে দেয়। তা হল এই ফ্লোরাইড হাড়ের কার্টিলেজ ধীরে ধীরে খেয়ে ফেলে। ফলে দেখা যায় হাটু বা কোমর ইত্যাদি সহ সকল অস্থিজোড়ের ঘর্ষণে ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয়। মেডিকেল সাইন্সে এর সমাধান হচ্ছে অপারেশন করা

→ টুথপেস্টে স্বল্প পরিমাণে রয়েছে ব্লিচিং পাওডার। হারপিক আসার আগে যা দিয়ে টয়লেট পরিষ্কার করা হত এবং এখনও পাবলিক টয়লেটে ব্যবহৃত হয়। এর কাজ হচ্ছে ক্ষয় করে দেয়া। কিন্তু যদিও স্বল্প পরিমাণ ব্লিচিং পাওডার ব্যবহৃত হয় তবু ভাবুন তো। প্রতিদিন অল্প অল্প করে দাঁত ক্ষয়ে যেতে থাকলে ১০ বছরে কতখানি ক্ষয়ে যেতে পারে। আর এই ব্লিচিং পাওডার এর কারণে দাতের উপরের স্তর ক্ষয় করে দাঁতকে তাৎক্ষণিক উজ্জ্বলতা দেয় আর ডেন্টিস্টদের জন্য ইনকামের পথ সুগম করে দেয়। *** সবার জন্য না। অধিকাংশ ডেন্টিস্টরা ট্রীটমেন্টের পর ইচ্ছে করে দাঁতে কিছু সমস্যা রেখে দেয় যেকারণে ২/১ বছর পর আবারো ডেন্টিস্টের শরণাপন্ন হতে হয়।

আরও আছে, কিন্তু.... লেখা বড় হয়ে যাচ্ছে, তাই আর কমু না, নইলে আমাদেরটার বিজ্ঞাপণ কখন দিমু? :P :P :P কিন্তু দাঁত তো মাজতেই হবে। তাহলে কী করার? ২ টা ওয়ে বলে দিচ্ছি। ২টাই ন্যাচারাল, কিন্তু একটা সাশ্রয়ী আরেকটা স্পেশাল।

সাশ্রয়ী উপায়ঃ
পেয়ারা পাতা কিংবা কৃষ্ণচুড়া পাতা দিয়ে নিয়মিত দাঁত মাজুন। সুস্থ থাকুন আর সেই সাথে ঝামেলা মুক্ত থাকুন। তবে ছাই, লবন, কমলার খোসা, ইত্যাদি দিয়েও মাজতে পারেন।

কিন্তু...
আপনি কি এজন্য বেছে নিবেন ALOE VERA TOOTHGEL? আসুন দেখি এর কি কি দিক রয়েছে?

Kosher এবং International Aloe Science Council এর সনদপ্রাপ্ত এ টুথজেল। অর্থাৎ আপনি ইচ্ছে করলে খাবার মনে করে (Kosher এর ফুড গ্রেড সার্টিফিকেশন এর জন্য) খেয়েও ফেলতে পারবেন। কোন সমস্যা নেই। এসব বাদ দিয়ে এ থেকে কী পাব তাই দেখি।

ALOE VERA TOOTHGEL সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী যাতে কোন কৃত্রিমতা নেই।

ALOE VERA TOOTHGEL হচ্ছে BEE PROPOLIS সমৃদ্ধ। আমরা দেখি মৌচাক যত নোংরা পরিবেশেই থাকুকনা কেন, সেখানে কোন ময়লা থাকে না। কারণ সেখানে আছে BEE PROPOLIS যা ইনফেকশন বা ক্ষত দূর করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্রাকৃতিকভাবেই। আর এর ফলে মুখ থাকে দূর্গন্ধমুক্ত।

ALOE VERA GEL সমৃদ্ধ হওয়ায় এটি মুখের ভিতরের সতেজতা নিশ্চিত করে।

→ এতে কোন ফ্লোরাইড, ক্লোরাইড বা ব্লিচিং পাওডার নেই।

→ দাঁতে প্লাক সমস্যার কোন সমাধান কেও দিতে না পারলেও ALOE VERA TOOTHGEL তা দিয়েছে। কিন্তু সাধারণ টুথপেস্ট ব্যবহার করলেও দাঁতে প্লাক জমবেই।

আরো বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা গুগলে সার্চ দিন।

Related Posts
Previous
« Prev Post