Originally posted on here
সিরিজ বা ধারা হচ্ছে একটি অনির্দিষ্ট সংখ্যক সমহারে পরিবর্তনশীল কিছু সংখ্যা... কোন সিরিজের প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সি প্রোগ্রাম এখানে আমরা করব। সিরিজ বা ধারা হচ্ছে একটি অনির্দিষ্ট সংখ্যক সমহারে পরিবর্তনশীল কিছু সংখ্যা... কোন সিরিজের প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সি প্রোগ্রাম এখানে আমরা করব। ৩ নং টি এখানে এবং ১ নং টি এখানে করে দেয়া আছে।এখানে আমরা ছবির ১ নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব।
#include <stdio.h>
int main()
{
int i,n,number=1;
float sum=0;
printf("Enter the value of n:\n");
scanf("%d",&n);
for(i=1;i<=n;i++)
{
sum = sum + i/(i+1);
}
printf("The sum is:%f10.6\n",sum);
return 0;
}