যেভাবে চোরপুলিশ খেলতে হবে [আপডেটেড]

Originally posted on here

চোর পুলিশ বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে একটি জনপ্রিয় খেলা। অনলাইনে খেলার সিস্টেম এখানে কিছু আপডেট করা হয়েছে। এখন থেকে...
যেভাবে চোরপুলিশ খেলতে হবে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেয়া হলঃ

যেভাবে চোরপুলিশ খেলতে হবেনিয়মাবলীঃ সাধারণ কাগজে কলমে খেলার মতই এই খেলাটি। তবে এখানে প্রথমে একজনকে একটি ম্যাচ তৈরী করে নিতে হবে। ম্যাচ তৈরীর সময় ম্যাচের একটি নাম দিতে হবে। না দিলে অটোমেটিক একটি নাম তৈরী হয়ে নিবে। আর মোট কতবার চাল হবে তার সংখ্যা দিতে হবে। ডিফল্ট ১০ বার এবং সর্বনিম্ন ৫ বার দেয়া যাবে। আর সর্বোচ্চ ১০০ বার চাল দেয়া যাবে।

এবার প্লেয়ার সংখ্যা দিতে হবে। আপনি একা একা খেললে ১ দিবেন, ২ জন বন্ধু মিলে খেললে ২ দিবেন, ৩ জন খেললে ৩ আর চারজন খেললে ৪ দিতে হবে। এখানে ৪ জনেই খেলাটি খেলতে হবে। তবে আসল কথা হচ্ছে যখন চারজনের কম খেলবেন তখন আপনার সাথে রোবোট খেলবে যাদেরকে রোবোট - ০১, রোবোট - ০২ এবং রোবোট - ০৩ নাম দেয়া হয়েছে।

ম্যাচ কিভাবে বানাতে হবে তা এখানে ছবিসহ দেখুন।

এভাবে ম্যাচ তৈরী করে নিলে আপনি একা একা খেললে খেলাটি শুরু হয়ে যাবে। রিফ্রেশ বাটনে চাপ দিন। আর একাধিক জন মিলে খেললে খেলাটি শুরু হবে না। তখন আপনাকে একটি ইনভাইটেশন লিংক দেয়া হবে। সেই লিংকটি বন্ধুদের দিয়ে দিন যাদের সাথে খেলতে চান। তারা ওই লিংক এ গিয়ে জয়েন এ ক্লিক করলে ম্যাচে জয়েন হবে। যখন মোট প্লেয়ারসংখ্যা সংখ্যক জয়েন করবে তখন খেলা শুরু হবে।

আর প্রতিটি দান কিভাবে খেলতে হবে তা এখানে দেখুন

তবে আরো একটু পার্থক্য আছে। শুধুমাত্র যাদের ফেইসবুকে অ্যাকাউন্ট আছে তারাই এই খেলাটি খেলতে পারবে। খেলার মধ্যে পুলিশ বাদে বাকি সবাই জানতে পারবে কে চোর, পুলিশ, ডাকাত কিংবা বাবু। কারণ বাস্তব ক্ষেত্রেও বাবু নিজেকে ঘোষণা দিয়ে পুলিশকে চোর বা ডাকাত বের করতে বললে চোর-ডাকাতরা নিজেরাও জেনে যায় কে ডাকাত আর কে চোর। আর খেলার মধ্যে একবার ডাকাত এবং একবার চোরকে বের খুঁজে বের করতে হবে পুলিশকে।

ম্যাচের সর্বনিম্ন চাল সংখ্যা ৫ এবং সর্বোচ্চ ১০০। একটি গেইম তার মোট চাল সংখ্যার ১০ গুণ মিনিট পর ডিলিট হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি ১০ চালের গেইম হয় তাহলে ১০০ মিনিট পর গেইমটি ডিলিট হবে। তবে কমপক্ষে ২ ঘন্টা পর ডিলিট হবে। আর এই গেইম পয়েন্ট তার প্রোফাইলে যোগ হবে খেলা শেষ হওয়ার পর।

নোটঃ চারজন যোগদান না করলে খেলা শুরু হবে না। আবার খেলা পুরোপুরি শেষ না হলে প্রোফাইলে গেইম পয়েন্ট যোগ হবে না।

১. প্রথমে গেইম শুরু করতে একটি নতুন ম্যাচ বানাতে হবে অথবা অন্যদের বানানো কোন ম্যাচে খেলতে হবে।

২. যে বানাবে প্রথমবার সে চালবে, পরবর্তী থেকে একেকবার একেকজনকে চালতে হবে।

৩. যে পুলিশ হবে সে ব্যতীত সবাই দেখতে পাবে কে কী পেয়েছে।

৪. সবার স্কোর নীচের স্কোরবোর্ডে দেখা যাবে।

৫. খেলার মাঝে একবার চোরের পালা একবার ডাকাতের পালা এভাবে চাল পরিবর্তন হবে। পুলিশ চোর বা ডাকাতকে খুজে বের করবে।

৬. খেলা শেষে ফেইসবুক বন্ধুদের জানাতে হবে, নইলে কিছুদিন পর ম্যাচটি স্কোরসহ ডিলিট হয়ে যাবে।

সংক্ষেপে আজ এটুকুই বলা হল। আশা করি সাথেই থাকবেন....

ধন্যবাদ...

Related Posts
Previous
« Prev Post