অনলাইন গেইমিং আরো ডিজিটাল হোক [আপডেটেড]

Originally posted on here

ডিজিটাল এ সময়ে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেয়ছে, ঠিক সেভাবেই অনলাইনে প্লেয়ারদের সংখ্যাও বেড়ে যাচ্ছে দিনদিন। কিন্তু ব্যপার হল এখন বাংলাদেশের নিজস্ব গেইম খুব কমই পাওয়া যায়। এমনকি কোন অ্যাপ এর মাধ্যমে খেলা যায় এমন বাংলাদেশী গেইমও কম।
অনলাইন গেইমিং আরো ডিজিটাল করা হোক

ডিজিটাল এ সময়ে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেয়ছে, ঠিক সেভাবেই অনলাইনে প্লেয়ারদের সংখ্যাও বেড়ে যাচ্ছে দিনদিন। কিন্তু ব্যপার হল এখন বাংলাদেশের নিজস্ব গেইম খুব কমই পাওয়া যায়। এমনকি কোন অ্যাপ এর মাধ্যমে খেলা যায় এমন বাংলাদেশী গেইমও কম।
তাই আশা করি এমন পদক্ষেপ নেয়া হোক যেন বাংলাদেশের নিজস্ব অনলাইন গেইমিং প্লাটফর্ম তৈরী হয়। উল্লেখযোগ্য মহল এ দিকে দৃষ্টি দিবে বলে আশাবাদী!



তবে আমাদের হোস্টে একটি বাংলাদেশের একটি বহুল প্রচলিত গেইমকে অনলাইন ভার্সনে পরিণত করা হয়েছে। এমনিভাবে বাংলার গেইমগুলোকে অনলাইনে আনার পাশাপাশি একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরী হোক, এই কামনা করছি।


এ নিয়ে একটি ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্টের কিউআর কোড হচ্ছেঃ



উদাহরণস্বরূপ একটি গেইমঃ চোর পুলিশ

এমনিভাবে এগিয়ে যাব আমরাও একদিন... সবাই পাশে আছেন তো!?

Related Posts
Previous
« Prev Post